বেঙ্গালুরুতে বাচ্চাদেরকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করতে দেয়া হচ্ছে বাই-সাইকেল উপহার

ইসলাম টাইমস ডেস্ক: নিয়মিত ৪০ দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলেই বাচ্চারা উপহার হিসেবে পাচ্ছে বাই-সাইকেল।

শিশুদেরকে নামাজের প্রতি উৎসাহিত করতে অসাধারণ এই পন্থা অবলম্বন করেছে ভারতের বেঙ্গালুরুতে অবস্থিত হাজি ইসমাইল সাইত জামে মসজিদ কর্তৃপক্ষ। পুরস্কার ঘোষণার পর থেকে মসজিদে শিশুদের উপস্থিতি বহু গুন বেড়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর ডেইলি সিয়াসাতের।

প্রায় দুই শতাধিক শিশু রেজিস্ট্রেশনপূর্বক ক্যাম্পেইনে অংশগ্রহণ করে। তন্মধ্যে গত ৩ নভেম্বর ৯৯জন বিজয়ীর হাতে একটি করে ব্র্যান্ড-নিউ বাই-সাইকেল তুলে দেয় মসজিদ কর্তৃপক্ষ।

আর নিয়মিত চল্লিশ দিন না পারলেও যারা সর্বোচ্চ উপস্থিত ছিল নামাজে তাদেরকেও হাতঘড়িসহ বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করা হয়।

বেঙ্গালুরুর স্থানীয় আরও কিছু মসজিদ এধরনের উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়া পাকিস্তান, মালেশিয়া, ইন্দোনেশিয়া, তুরস্কসহ পৃথিবীর বিভিন্ন মুসলিম রাষ্ট্রে শিশুদেরকে মসজিদমুখী করার জন্যে এধরনের উদ্যোগ প্রচলিত রয়েছে।

পূর্ববর্তি সংবাদকৃষক লীগের নতুন কমিটিতে সমীর চন্দ্র সভাপতি, উম্মে কুলসুম সাধারণ সম্পাদক
পরবর্তি সংবাদখোকার সম্মানে বৃহস্পতিবার ডিএসসিসির পূর্ণ দিবস ছুটি ঘোষণা