সীমান্ত থেকে ৭ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ইসলাম টাইমস ডেস্ক: নওগাঁর পোরশা সীমান্ত থেকে ৭ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সমীন্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার ভোরে ২৩১/১০(এস) নম্বর মেইন পিলার এলাকা থেকে ভারতের ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়।

ওই সাত বাংলাদেশি হলেন- উপজেলার দুয়ারপাল গ্রামের জামাল উদ্দিনের ছেলে সইবুর (২৬), রাংগাপুকুর গ্রামের রবুর ছেলে আতাবুল (২২), বিষ্ণপুর বেড়াচকি গ্রামের মকবুলের ছেলে রেজাউল (২০), কালাইবাড়ি গ্রামের প্রফুল্লের ছেলে বিফল (৩০), লোকমানের ছেলে আজাদ (৩২), রফিকের ছেলে জহুরুল (৩২) ও সবুরদ্দিনের ছেলে হাকিম (৩৬)।

স্থানীয়রা জানান, সোমবার দিবাগত রাতে ১০/১১ জনের একটি দল ভারত অভ্যন্তরে মহিষ আনতে যায়। মহিষ নিয়ে ফেরার পথে ভোরে ২৩১/১০(এস) নম্বর মেইন পিলার এলাকায় ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় বাকিরা পালিয়ে যায়।

১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল একেএম আরিফুল ইসলাম বলেন, শুনেছি সীমান্ত এলাকা থেকে বিএসএফ সদস্যরা কয়েকজন বাংলাদেশিকে আটক করে নিয়ে গেছে। সত্যতা যাচাইয়ে তাদের (বিএসএফ) সঙ্গে যোগযোগের চেষ্টা চলছে। যদি আটক করা হয় তাহলে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হবে।

পূর্ববর্তি সংবাদজাবিতে আন্দোলনরতদের ওপর ছাত্রলীগের হামলা, শিক্ষক-শিক্ষার্থী আহত
পরবর্তি সংবাদমাওলানা ফজলুর রহমানকে গ্রেফতারের নোটিশ লাহোর হাইকোর্টের