দেওবন্দের উস্তায মাওলানা সরওয়ার আহমদের ইন্তিকাল

ইসলাম টাইমস ডেস্ক:দারুল উলুম দেওবন্দের উচ্চতর ফারসী ভাষা শিক্ষা বিভাগের প্রধান মাওলানা সারওয়ার আহমাদ কাসেমী  (৬৫) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতাকাল ৪ অক্টোবর বেলা ১২টার দিকে মাদরাসা থেকে বাসায় ফেরার পর হার্ট অ্যাটাকে তিনি ইন্তিকাল করেন।

জানা যায়,  মাওলানা সারওয়ার আহমাদ দীর্ঘদিন যাবৎ হার্টের রোগে ভুগছিলেন। গতকাল সকালে দারুল উলুম দেওবন্দ থেকে দরস শেষ করে বাসায় আসার সাথে সাথেই হার্ট অ্যাটাক হয় এবং কয়েক মিনিটের মধ্যেই পরপারে পাড়ি জমান।

মাওলানা সারওয়ার আহমাদ কাসেমীর জানাজা গতকাল এশার নামাজের পর দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানীর ইমামতিতে অনুষ্ঠিত হয়েছে। তাকে দাফন করা হয়েছে মাক্ববারায়ে কাসেমীতে।

মাওলানা সরওয়ার আহমাদ কাসেমীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে মুফতি আবুল কাসেম নোমানী বলেন, মাওলানা সরওয়ার আহমাদ সাহেব অত্যন্ত শান্ত স্বভাবের মানুষ ছিলেন।  সবসময় নিরবতা পছন্দ করতেন। তিনি নিজের উপর অর্পিত দায়িত্ব খুব সুন্দরভাবে আঞ্জাম দিতেন। শারীরিক অসুস্থতা সত্ত্বেও মৃত্যু পর্যন্ত দরস-তাদরীসের সাথে লেগে ছিলেন।

 

পূর্ববর্তি সংবাদখোকার লাশ আসবে বৃহস্পতিবার
পরবর্তি সংবাদইরানের ওপর যুক্তরাষ্ট্রের ফের নিষেধাজ্ঞা আরোপ