দুইদিনে ২৭ ফিলিস্তিনিকে আটক করেছে ইহুদীবাদী ইসরাইল

ইসলাম টাইমস ডেস্ক: অবরুদ্ধ পশ্চিম তীরে সোমবার রাতভর অভিযান চালিয়ে ১২ জন ফিলিস্তিনিকে আটক করেছে ইহুদীবাদী ইসরাইল। এর আগে রোববার রাতে ১৫ জনকে আটক করে তারা। এ নিয়ে দুইদিনে ২৭ ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। খবর আনাদলু এজেন্সির।

অবরুদ্ধ পশ্চিম তীর ও গাজায় প্রায়ই এমন অভিযান চালিয়ে থাকে ইসরাইলি দখলদার বাহিনী।

ইসরাইলের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইসরাইলবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে এসব ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। তবে কথিত কর্মকাণ্ডের সঙ্গে আটক ব্যক্তিদের জড়িত থাকার বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য দিতে ইহুদিবাদী রাষ্ট্রটি।

এর আগে গত ৩০ অক্টোবর ইসরাইলি সেনারা পশ্চিম তীর ও জেরুজালেমে অভিযান চালিয়ে কমপক্ষে ১৯ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছিল। গ্রেফতারকৃতরা প্রতিরোধমূলক কাজ এবং ইসরাইলবিরোধী অভিযানের সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে সেনারা।

পূর্ববর্তি সংবাদদক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু
পরবর্তি সংবাদজাবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ