ভয়াবহ বায়ুদূষণের কারণে দিল্লি বিমানবন্দর থেকে ফিরে গেল ৩২ টি বিমান

ইসলাম টাইমস ডেস্ক: ভয়াবহ বায়ুদূষণের কারণে দিল্লি বিমানবন্দর থেকে ফিরে গেল ৩২ টি বিমান।  ভারতের রাজধানী দিল্লিতে বায়ুদূষণ অতি বিপজ্জনক মাত্রা ছাড়িয়ে গেছে। রোববার দিল্লিতে দূষণের মাত্রা ৬০০ ছাড়িয়ে যাওয়ার কারণে ৩২টি বিমানের গতিপথ ঘুরিয়ে দেয়া হয়।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবার যেখানে দিল্লিতে দূষণের মাত্রা ছিল ৪০৭, সেখানে রোববার বাতাসে বায়ুদূষণের সূচক বা একিউআই বেড়ে ৬২৫-এ পৌঁছে যায়। গোটা শহর জুড়ে এতটাই ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে যে শ্বাস নেয়াও কষ্টকর হয়ে দাঁড়াচ্ছিল।

চারপাশ ঘন ধোঁয়ার চাদরে ঢাকা পড়ায় রোববার সকালে রানওয়ে দেখতে না পাওয়ায় ৩২টি উড়োজাহাজ দিল্লি বিমানবন্দরে নামতে না পেরে দিক পরিবর্তন করে চলে গেছে।

ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বাতিল হয়েছে একাধিক ফ্লাইটও। ধোঁয়াশার কারণে এক হাত দূরের জিনিসও দেখা যাচ্ছে না। ফলে সড়কে যান চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

পূর্ববর্তি সংবাদদাবি না মানলে দেশব্যাপী অবস্থান কর্মসূচি: মাওলানা ফজলুর রহমান
পরবর্তি সংবাদভোলা হত্যাকাণ্ডের ঘটনায় ১১৫ পৃষ্ঠার প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি