কাশ্মীরকে বিভক্ত করে ভারতের নতুন মানচিত্র প্রত্যাখ্যান করল পাকিস্তান

ইসলাম টাইমস ডেস্ক: কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে  নতুন করে ভারতের প্রকাশ করা মানচিত্রটি ভুল আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। আজ রোববার দেশটির পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে ভারতের প্রকাশিত নতুন ‘রাজনৈতিক’ মানচিত্রটি প্রত্যাখ্যান করে।

২ নভেম্বর ভারতের প্রকাশ করা মানচিত্র ‘ভুল এবং এর কোনো আইনগত ভিত্তি নেই বলেও পাক পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে। এটিকে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের প্রস্তাবসমূহের সম্পূর্ণ লঙ্ঘন হিসেবে দেখছে দেশটি।

পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ড. ফয়সাল জানান, ভারত জম্মু ও কাশ্মীর অঞ্চল প্রদর্শনের পাশাপাশি গিলগিত-বালতিস্তান এবং আজাদ কাশ্মীরের কিছু অংশকে আঞ্চলিক এখতিয়ারের মধ্যে চিত্রিত করার চেষ্টা করেছে। যেটি সম্পূর্ণ অন্যায়।

 

পূর্ববর্তি সংবাদজেলহত্যার খুনীদের দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদচিলমারী বন্দরকে ‘পোর্ট অব কল’ এ নিতে চায় ভূটান