জং-এর খবর: মাওলানা ফজলুর রহমানকে হত্যার পরিকল্পনা করছে ‘র’, ‘এনডিএস’

ইসলাম টাইমস ডেস্ক: জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের প্রধান মাওলানা ফজলুর রহমানকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে বলে একটি সতর্কবার্তা জারি করেছে দেশটির গোয়েন্দা সংস্থা।

পাকিস্তান ভিত্তিক সংবাদমাধ্যম জং-এর খবরে বলা হয়েছে সতর্কবার্তায় ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এবং আফগান গোয়েন্দা সংস্থা ‘এনডিএস’ মাওলানা ফজলুর রহমানের উপর মারাত্মক আক্রমণ চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ইতোমধ্যে সতর্কতাটি পাঞ্জাব প্রদেশের সরকারকে অবহিত করা হয়েছে।

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, মাওলানা ফজলুর রহমানের উপর হামলার জন্য টার্গেট কিলারদের সাথে র ও এনডিএস যোগাযোগ করেছে। এই উদ্দেশ্যে প্রচুর পরিমাণ বরাদ্দ করা হয়েছে।

অন্যদিকে মাওলানা ফজলুর রহমানকেও সতর্ক করা হয়েছে এবং তার সুরক্ষা ব্যবস্থা করার কথা উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে হটাতে ইসলামাবাদ অভিমুখে এগিয়ে যাচ্ছে জমিয়তের আজাদি মার্চ। সোমবার থেকে শুরু হওয়া এ কর্মসূচির দ্বিতীয় দিনে আজাদি মার্চের গাড়ীবহর পাঞ্জাবে প্রবেশ করেছে ।

পূর্ববর্তি সংবাদআগামীতে ঢাকা সিটিতে নারী মেয়র দেখতে চাই: সাঈদ খোকন
পরবর্তি সংবাদপেঁয়াজ নিয়ে এত অস্থির হওয়ার কী আছে? : প্রধানমন্ত্রী