‘কাশ্মীর সমস্যা সমাধানে রাষ্ট্র সংঘ ব্যর্থ হলে মুসলিম বিশ্ব ব্যবস্থা নেবে’

পার্লামেন্ট সদস্য আলী শাহিনের কাঁধে হাত দিয়ে আছেন এরদোগান।

ইসলাম টাইমস ডেস্ক: কাশ্মীর ইস্যুতে কড়া পদক্ষেপ নিতে পারে তুরস্ক। কাশ্মীর সমস্যাকে গুরুত্ব সহকারে দেখছে তুরস্ক। এবার কাশ্মীর সমস‍্যা সমাধানে মুসলিম বিশ্বকে নিজস্ব প্রক্রিয়া তৈরি করে কাশ্মীর ইস্যু সমাধান করার দাবি জানিয়েছেন তুরস্কের আইনজীবী ও পার্লামেন্ট সদস্য আলী শাহিন।

গতকাল দিনটিকে কালো দিন আখ‍্যা দিয়ে একটি প্রতিবাদ সভার আয়োজন করে তুরস্কবাসী। আর সেখানেই তিনি একথা জানিয়েছেন।

তিনি বলেছেন, রাষ্ট্র সংঘ যদি আন্তর্জাতিক মুসলিম সমস‍্যার সমাধান করতে না পারে তাহলে মুসলিম দেশগুলিকে নিজস্ব প্রক্রিয়া তৈরি করতে হবে সেসব সমস্যা সমাধানে। তিনি কাশ্মীরকে মুসলিম বিশ্বের রেড লাইন হিসেবে আখ্যায়িত করে বলেন, কেবল মাত্র যন্ত্রণা ভাগ করে বসে থাকলে চলবে না। আমাদের এবিষয়ে আন্তর্জাতিক জনমত গড়ে তুলতে হবে।

পূর্ববর্তি সংবাদমোদির নয়া চাল, কাশ্মীর পরিদর্শনে ইউরোপীয় সাংসদরা
পরবর্তি সংবাদডিএনসিসির এক ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ