ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ, সরব মৎস্যপল্লী

ইসলাম টাইমস ডেস্ক : ইলিশ আহরণের ২২ দিনের নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হওয়ার পথে। শরণখোলার মৎস্যপল্লী আবার সরব হয়ে উঠেছে। বুধবার মধ্য রাতের পরেই জেলেরা ছুঁটবেন সমুদ্রে। তারা তাদের ফিসিং বোটে জ্বালানি তেল, বরফ, প্রয়োজনীয় খাবার সামগ্রী সবই বোঝাই করে ফেলেছেন।

বাংলাদেশ ফিসিং ট্রলার মালিক সমিতির সহ-সভাপতি এম সাইফুল ইসলাম খোকন বলেন, অবরোধের সময়ে তাদের জেলেরা জাল, বোট মেরামত করে সাগরে যাবার উপযুক্ত করে রেখেছে।

 

শরণখোলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় বলেন, বুধবার মধ্য রাত থেকে মাছ শিকারের নিষেধাজ্ঞা উঠে যাবে। দেশের বিভিন্ন এলাকায় অবরোধের মধ্যে অসাধু জেলেদের ইলিশ শিকারের খবর পাওয়া গেলেও শরণখোলায় তার ব্যাতিক্রম। এখানকার কোনো জেলে নিষিদ্ধ সময়ে নদী-সাগরে জাল ফেলেনি। জেলে, মহাজনসহ সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগীতায় এবারের অবরোধ সফল হয়েছে।

পূর্ববর্তি সংবাদপাকিস্তানের আকাশ সীমায় ঢুকতে না পারলেও সৌদিতে লাল গালিচা সম্বর্ধনা পেলেন মোদি
পরবর্তি সংবাদসৌদিতে ‘রিয়াদ সিজন’ নামে অপসংস্কৃতির সয়লাব (ভিডিও), উদ্বিগ্ন সচেতন মহল