হাইআতুল উলয়া: বিগত তিন পরীক্ষায় মেধা-তালিকায় স্থানপ্রাপ্তদের বৃত্তি প্রদান করা হচ্ছে

ইসলাম টাইমস ডেস্ক: সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষাবোর্ড হাইআতুল উলয়ার অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদিসের বিগত তিন কেন্দ্রীয় পরীক্ষায় মেধা-তালিকায় স্থানপ্রাপ্তদের বৃত্তি প্রদান করা হচ্ছে।

১ম স্থান অধিকারকারীকে ২০ হাজার টাকার বৃত্তি, ২য় স্থান অধিকারকারীকে ১৫ হাজার টাকার বৃত্তি, ৩য় স্থান অধিকারকারীকে ১১ হাজার টাকার বৃত্তি দেওয়া হচ্ছে। এছাড়া মেধা-তালিকায় স্থানপ্রাপ্ত অন্যদের দেওয়া হচ্ছে ৫ হাজার টাকার বৃত্তি।

হাইআতুল উলয়ার সদস্য মাওলানা মুসলেহ উদ্দীন রাজু ইসলাম টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

হাইআতুল উলয়া থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল থেকে বৃত্তি প্রদান কার্যক্রম শুরু হয়েছে। আগামী বুধবার পর্যন্ত চলবে এ কার্যক্রম। সকাল ১০ থেকে দুপুর ২ টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়।

এদিকে ২০২০ সালের কেন্দ্রীয় পরীক্ষার নিবন্ধন কার্যক্রম শুরু হয়ে গেছে বলে জানা গেছে।

পূর্ববর্তি সংবাদজামিনে ছাড়া পেলেন বিএনপি সাংসদ হারুন
পরবর্তি সংবাদআগামী ১৪ মার্চ আবনায়ে নুরিয়ার পুনর্মিলনী মজলিস: বৈঠকে সিদ্ধান্ত