৮ মাসে পাকিস্তান সীমান্তে ৬০ ভারতীয় সেনা নিহত

ইসলাম টাইমস ডেস্ক : চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি পর থেকে ভারত-পাকিস্তান সীমান্ত রেখা বরাবর  ভারতের ৬০ জন সেনা নিহত হয়েছে। এছাড়া, পাক বাহিনীর সঙ্গে সংঘর্ষে ভারতের বহু সেনা আহত হয়েছেন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর এক টুইট বার্তায় এই তথ্য জানিয়েছেন।

 

এদিকে গত শুক্রবার ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত আজাদ কাশ্মীর এবং গিলগিটি-বালতিস্থান অঞ্চলকে অধিকৃত ভূখণ্ড বলে মন্তব্য করেন। এর জবাবে একদিন পর আইএসপিআরের মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর টুইটারে এসব কথা বলেন। এর আগে, শুক্রবার জেনারেল গফুর বলেছিলেন, ভারতের সেনাপ্রধান দায়িত্বজ্ঞানহীন বিবৃতির মাধ্যমে যুদ্ধের উস্কানি দিয়েছেন যা এই অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতার জন্য মারাত্মক ঝুঁকি।

পূর্ববর্তি সংবাদরাখাইনে ২৭ পুলিশ অফিসারসহ ৫৯কে অপহরণ
পরবর্তি সংবাদবাংলাদেশ-আজারবাইজান দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার, প্রধানমন্ত্রী ফিরবেন আজ