বাংলাদেশ-আজারবাইজান দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার, প্রধানমন্ত্রী ফিরবেন আজ

ইসলাম টাইমস ডেস্ক:বাংলাদেশ এবং আজারবাইজান দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে সম্মত হয়েছে।

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম এলিয়েভ এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে শনিবার (২৬ অক্টোবর)অনুষ্ঠিত এক বৈঠক থেকে এ তথ্য জানা গেছে।

‘দুই রাষ্ট্রপ্রধান বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ এবং আজারবাইজানের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর করার বিষয়ে সম্মত হয়েছেন,’ আজারবাইজানের দায়িত্ব প্রাপ্ত তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মো.আল্লামা সিদ্দিকি এখানকার প্রেসিডেন্সিয়াল প্যালেসে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকের পর সাংবাদিকদের একথা বলেন।

শেখ হাসিনা ভবিষ্যতে আজারবাইজানে বাংলাদেশের একটি অফিস খোলার বিষয়টিও উল্লেখ করেন।

পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং সাংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ এ সময় উপস্থিত ছিলেন।

১৮তম ন্যাম সম্মেলনে যোগদানের জন্য প্রধানমন্ত্রী বর্তমানে আজারবাইজানে রয়েছেন। আজ বিকালে তার বাংলাদেশে ফেরার কথা রয়েছে।

বাসস

পূর্ববর্তি সংবাদ৮ মাসে পাকিস্তান সীমান্তে ৬০ ভারতীয় সেনা নিহত
পরবর্তি সংবাদআমেরিকার বিরুদ্ধে সিরিয়া থেকে তেল চুরির অভিযোগ