১৪ দিনের রিমান্ডে কাউন্সিলর রাজীব

ইসলাম টাইমস ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার মধ্যরাতে রিমান্ড শুনা‌নি শেষে মাদক ও অস্ত্র আইনের মামলায় ৭ দিন করে মোট ১৪ দিন রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইয়াসমিন আরা।

এর আগে রাজধানীর ভাটারা থানার মাদক মামলায় ১০ দিন ও অস্ত্র আইনে করা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে আদালত শুনানি শেষে দুই মামলায় মোট ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শনিবার রাতে চলমান অভিযানের অংশ হিসেবে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে আটক করে র‍্যাব।

পূর্ববর্তি সংবাদখালেদার সঙ্গে সাক্ষাত : স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুমতি চাইবেন ঐক্যফ্রন্ট নেতারা
পরবর্তি সংবাদভোলায় নবী প্রেমিকদের উপর গুলি, দুপুরে সংবাদ সম্মেলন করবে হেফাজত