আতঙ্কে রৌমারী সীমান্ত, গুলি-ককটেল নিক্ষেপ করছে বিএসএফ

ইসলাম টাইমস ডেস্ক: আতঙ্ক ছড়াতে প্রায় প্রতিদিনই কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা সীমান্তে গুলি ও ককটেল ছুঁড়ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতেও উপজেলার খেতারচর সীমান্তে ২ রাউন্ড গুলি ও ৬টি ককটেল ছুঁড়েছে তারা।

এতে হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও সীমান্তবর্তী গ্রামের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে আন্তর্জাতিক মেইন পিলার ১০৫৪ নিকট ভারতের দ্বীপচর ক্যাম্পের টহলরত বিএসএফ একদল গরু চোরাকারবারীকে লক্ষ্য করে গুলি ও ককটেল ছোঁড়ে। এতে হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও সীমান্তবর্তী গ্রামের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে।

সীমান্তে গুলি ও ককটেলের খবর নিশ্চিত করে ওই এলাকার ইউপি সদস্য মিজানুর রহমান জানান, বিএসএফ প্রায়ই সীমান্তে এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকে। এর প্রতিবাদ কে করবে?

এ বিষয়ে দাঁতভাঙ্গা বিজিবি কোম্পানীর সুবেদার মজিবর রহমান বলেন, আমার জানা মতে সাধারণ মানুষের ওপর বিএসএফ কোনো গুলি ও ককটেল ছোঁড়েনি। মাঝে মাঝে চোরাকারবারীর ওপর ছুঁড়েছে এমন কথা শুনেছি।

পূর্ববর্তি সংবাদআফগানিস্তানে জুমার নামাজে বোমা হামলা, ৬২ মুসল্লি নিহত
পরবর্তি সংবাদইলিশ ধরা নিষিদ্ধের ১১ দিনেও বরাদ্দ চাল পাননি জেলেরা