সিরিয়ায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তুরস্ক: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ইসলাম টাইমস ডেস্ক: সিরিয়ায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব বাস্তবায়নে সম্মত হয়েছে তুরস্ক। ওয়াশিংটনের এ সংক্রান্ত আহ্বানে আঙ্কারার কাছ থেকে ইতিবাচক সাড়া মিলেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। খবর আলজাজিরার।

গতকাল বৃহস্পতিবার তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে সাক্ষাতের পর এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাইক পেন্স বলেন, সিরিয়ার উত্তরাঞ্চলে যুদ্ধবিরতির ব্যাপারে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও তুরস্ক। সেখানে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে কুর্দি বিদ্রোহীদের এলাকাটি ছেড়ে যেতে ১২০ ঘণ্টার জন্য অভিযান স্থগিত রাখবে আঙ্কারা। এ সময়ে সিরিয়ায় অপারেশন পিস স্প্রিং নামের তুর্কি সামরিক অভিযান স্থগিত থাকবে।

এর আগে এরদোয়ান-পেন্স বৈঠকের পর টুইটারে দেওয়া এক পোস্টে এ নিয়ে কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে তিনি জানান, তুরস্কের কাছ থেকে শিগগিরই চমৎকার খবর আসতে যাচ্ছে।

পূর্ববর্তি সংবাদভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘বেচেন্দ্র মোদি’ উপাধি দিলেন কংগ্রেস নেতা রাহুল
পরবর্তি সংবাদবিজিবির সাথে ‘বন্দুকযুদ্ধে’ কক্সবাজারে ২ রোহিঙ্গা নিহত