ফিলিস্তিনি শিশুর ছবি দিয়ে তুরস্কের বিরুদ্ধে কুর্দিদের অপপ্রচার

ইসলাম টাইমস ডেস্ক: সীমান্ত নিরাপদ, সিরিয়ার অখণ্ডতা ও সিরিয়ান শরণার্থীদের ফিরিয়ে দিতে চলতি মাসের ৯ অক্টোবর থেকে উত্তর সিরিয়ায় অপারেশন পিস স্প্রিং শুরু করেছে তুর্কি সরকার। অভিযান শুরুর প্রথম থেকেই কুর্দিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, ছবি এবং তথ্য ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে।

এবার ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের আইকন আল-তামিমির ছবি ব্যবহার করে তুরস্কের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে কুর্দি সমর্থকরা। খবর ইয়েনি শাফাক-এর।

ইয়েনি শাফাক এক প্রতিবেদনে জানায়, ছবিতে ভুয়া শিরোনাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তর সিরিয়ায় চলমান তুরস্কের অভিযানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে কুর্দি সমর্থকরা।

ভুয়া ছবিতে দেখা যায়, তুরস্কের পতাকাসহ ও ইউনিফর্ম পড়া এক সৈনিকের সঙ্গে তর্কে লিপ্ত রয়েছে। ওই ছবির শিরোনামে বলা হয়েছে, ছবিটি তোলা হয় গত সপ্তাহে শুরু হওয়া অপারেশন পিস স্প্রিংয়ে। ছবিটি প্রকৃতপক্ষে ২০১২ সালের ইসরাইলি সেনার মুখোমুখি হন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন শিশু তামিমি।

পূর্ববর্তি সংবাদগৃহবধূকে ধর্ষণ করতে গিয়ে গণধোলাই খেলো ইউপি সদস্য
পরবর্তি সংবাদবিজিবি-বিএসএফ প্রধান পর্যায়ে আলোচনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী