রাজধানীসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে শুরু হল বেফাকের সনদ বিতরণ কার্যক্রম

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানী ঢাকাসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে ২০১৫ ও ২০১৬ সনে বেফাকুল মাদারিসের অধীনে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরীক্ষায় উত্তীর্ণদের সনদ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ঢাকা, নারায়নগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ জেলায় শুরু হয়েছে সনদ বিতরণ কার্যক্রম।

বেফাকুল মাদারিসের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতী আবু ইউসুফ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, নারায়নগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ জেলাসমূহের বেফাকভূক্ত সকল মাদরাসার দায়িত্বশীলগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০১৫ ও ২০১৬ ঈ: সনের বেফাকের সনদ বিতরণ কার্যক্রম ( প্রথম পর্বে) শুরু হয়েছে। অদ্য বাদ যোহর বেফাকের স্টাফগণ সনদ বিতরণ কাজে উল্লেখিত জেলাসসমূহের মাদরাসাগুলোর উদ্দেশে রওয়ানা হয়েছেন। উক্ত কাজে তাদেরকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

পূর্ববর্তি সংবাদসাহিত্য: এখন বড়ো প্রয়োজন সীরাতে রাসূলের কাছে আমাদের ফিরে যাওয়া
পরবর্তি সংবাদকিশোরগঞ্জের প্রবীণ আলেমে দ্বীন মাওলানা সালাহুদ্দীন লাহোরির ইনতিকাল