কোনো জায়গায় কিছুদিন নামায পড়লে কি তা স্থায়ী মসজিদের অন্তর্ভূক্ত হয়ে যায়?

প্রশ্ন:  আমাদের বাজারের মসজিদের সাথে লাগানো একটি পাটের গুদাম ছিল। গুদামের মালিক এই এলাকা থেকে তার ব্যবসা সরিয়ে নেয়ার সময় গুদামটি মসজিদের কল্যাণে ওয়াকফ করে যায়। এরপর মসজিদ কমিটি সেটিকে এক গম ব্যবসায়ীর নিকট গোডাউন হিসেবে ভাড়া দেয়। জুমার দিন মুসল্লি বেশি হওয়া শুরু হলে মসজিদ কমিটি ভাড়াটিয়াকে সরিয়ে গুদামটির দেয়াল ভেঙ্গে মসজিদের সাথে মিলিয়ে দেয়। এক থেকে দেড় বছর সেখানেও নামায হয়। এখন মসজিদের মূল জায়গাতেই তিন তলা ভবন করা হচ্ছে। এমতাবস্থায় মুহতারামের নিকট জানার বিষয় হচ্ছে, এতদিন নামায পড়ার পর এখন ঐ জায়গাটি গুদাম বা দোকান হিসাবে ভাড়া দেওয়া যাবে কি না?

উত্তর:  প্রশ্নোক্ত বিবরণ থেকে বুঝা যাচ্ছে যে, মসজিদ কমিটি গুদামটি অস্থায়ীভাবে নামাযের জন্য ব্যবহার করছিলেন। জায়গাটি স্থায়ীভাবে মসজিদের অন্তর্ভুক্ত করা উদ্দেশ্য ছিল না। তাই ঐ জায়গাটি মসজিদের অন্তর্ভুক্ত হবে না। অতএব উক্ত স্থানটি পুনরায় গোডাউন বা দোকান হিসাবে ভাড়া দেওয়া জায়েয হবে।

সৌজন্যে: মারকাযুদ্দাওয়াহ ফতোয়া বিভাগ

পূর্ববর্তি সংবাদনদওয়ায় ছাত্রদের নিয়ে মাওলানা সালমান নদভীর বিক্ষোভ, বরখাস্তের আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি
পরবর্তি সংবাদর‌্যাগিংয়ের নামে একটি থাপ্পর দেওয়ার অভিযোগ পেলেও ব্যবস্থা নেয়া হবে: আইনমন্ত্রী