ভারতে মুসলমানরা কারও দয়ায় বসবাস করে না: ওয়াইসি

ইসলাম টাইমস ডেস্ক: অল ইন্ডিয়া মজলিশে ইত্তেহাদুল মুসলেমিনের (এআইএমআইএম) প্রধান আসাদুদ্দিন ওয়াইসি বলেন, ভারতে মুসলমানরা কংগ্রেস কিংবা কারও দয়ায় বসবাস করেন না। তারা তাদের সাংবিধানিক অধিকার বলে এখানে বসবাস করছেন।

মহারাষ্ট্র রাজ্যের নির্বাচনে দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচার চালাতে গিয়ে অল ইন্ডিয়া মজলিশে ইত্তেহাদুল মুসলেমিনের (এআইএমআইএম) প্রধান আসাদুদ্দিন ওয়াইসি এসব কথা বলেন। খবর এনডিটিভির।

কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও এক হাত নেন এ মুসলিম দলের নেতা। তিনি বলেন, জাহাজের একজন ক্যাপ্টেন সবসময় ডুবন্ত জাহাজ থেকে সবাইকে নিরাপদে নামিয়ে দেয়ার পর নিজের চিন্তা করেন।

কিন্তু রাহুল এমন এক ক্যাপ্টেন, যিনি ডুবন্ত জাহাজ থেকে সবার আগে লাফ দিয়ে নেমে গেছেন।

বিশাল এক জনসভায় দেয়া বক্তব্যে আসাদুদ্দিন ওয়াইসি বলেন, বিজেপি সরকার এখন মুসলমানদের ধর্মীয় অনুভূতি নিয়েও খবরদারি করছে।

তিন তালাকের মতো ইসলামী বিধানকে নিয়ে রীতিমতো নিজেদের মনগড়া আইন চাপিয়ে দেয়া হচ্ছে। ৭০ বছর ধরে আমরা ভারতে কারও দয়ায় বসবাস করছি না। সাংবিধানিক অধিকারের বলেই আছি।

পূর্ববর্তি সংবাদকাশ্মীরে বিক্ষোভ, আটক সাবেক মুখ্যমন্ত্রীর মেয়ে-বোন
পরবর্তি সংবাদআলেম এবং ইংরেজি শিক্ষিত দ্বীনদার: সংঘাত-ভালোবাসার গল্প