তুর্কি অভিযান ঠেকাতে সিরীয় সরকারের সঙ্গে কুর্দিদের চুক্তি

ইসলাম টাইমস ডেস্ক: তুরস্কের সামরিক অভিযান মোকাবিলায় সিরিয়ার সরকারের সঙ্গে কুর্দিদের একটি চুক্তি হয়েছে বলে জানিয়েছে সিরীয় কুর্দিরা। চুক্তি অনুসারে সিরিয়ার সরকার দেশটির উত্তরাঞ্চলে সেনা পাঠাবে তুরস্কের অভিযান ঠেকাতে। এখবর জানিয়েছে বিবিসি।

এর আগে সিরিয়ার সরকারি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছিল, উত্তরাঞ্চলীয় সীমান্তে সরকারি বাহিনী মোতায়েন করা হয়েছে। যুক্তরাষ্ট্র দেশটির অবশিষ্ট সেনাদের সিরিয়ার ওই অঞ্চল থেকে প্রত্যাহারের পরপরই কুর্দিদের সঙ্গে সিরীয় সেনাবাহিনীর চুক্তির কথা জানা গেলো।

এদিকে, রবিবার কুর্দি কর্মকর্তারা জানিয়েছেন তাদের বন্দি করা ইসলামিক স্টেটের (আইএস) বিদেশি সদস্যদের অন্তত ৮০০ জন আত্মীয় আইন ইসা বন্দি শিবির থেকে পালিয়েছে।

উল্লেখ্য, সিরীয় শরণার্থীদের জন্য ‘সেফ জোন’ প্রতিষ্ঠা এবং তুর্কি সীমান্ত থেকে কুর্দি পিকেকে যোদ্ধাদের দূরে সরিয়ে রাখতে গত সপ্তাহে উত্তর সিরিয়ায় সামরিক অভিযান শুরু করে তুরস্কের সেনাবাহিনী। এ অভিযানে কুর্দি বাহিনীর কাছ থেকে দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে তুর্কি সেনাবাহিনী।

পূর্ববর্তি সংবাদআবার দুর্নীতি: একটি মোবাইল চার্জারের দাম ২২ হাজার টাকা
পরবর্তি সংবাদআবরার হত্যার ঘটনায় অমিতকে স্থায়ী বহিষ্কার করল ছাত্রলীগ