তিউনিসিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন : বিজয় মিছিলে সিসির নিন্দা

ইসলাম টাইমস ডেস্ক : তিউনিসিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে কায়স সাইদের বিজয় মিছিলে তার ভক্ত সমর্থকরা ফিলিস্তিন স্বাধীন করার ঘোষণা দেন এবং সিসিকে আল্লাহর দুশমন বলে আখ্যায়িত করেন।  সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ফুটেজ থেকে  এসব তথ্য জানা গেছে।

ভিডিওতে দেখা যায়, প্রেসিডেন্ট কায়স সাইদের ভক্তরা একত্রে স্লোগান দিচ্ছেন- লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসুলুল্লাহ, সিসি আদুওয়াল্লাহ, যারা অর্থ : সিসি আল্লাহর দুশমন।  আরেকটি ভিডিওতে দেখা যায়, তারা ফিলিস্তিনের স্বাধীনতা কামনা করছেন।
প্রসঙ্গত, ২০১১ সালে গণতন্ত্রের জন্য আরব বিশ্বের যে গণ-আন্দোলন শুরু হয়, তার সূচনা হয়েছিল তিউনিসিয়ায়। ২০১৪ সালে অনুষ্ঠিত পূর্ববর্তী নির্বাচনে দেশটিতে প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট বেজি সাইদ এসেবসি ক্ষমতায় আসেন। গণজাগরণের মাধ্যমে তিউনিসিয়ার স্বৈরশাসক জয়নুল আবেদিন বেন আলী ক্ষমতাচ্যুত হওয়ার তিন বছর পর দেশটিতে গণতান্ত্রিকভাবে প্রথম নির্বাচনে প্রেসিডেন্ট হয়েছিলেন সাইদ এসেবসি।
পূর্ববর্তি সংবাদকিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম
পরবর্তি সংবাদমালয়েশিয়ার জাতীয় স্কুল শিক্ষা কারিকুলামে যেভাবে আছে ধর্মশিক্ষা ও ইসলাম