বাংলাদেশিরা আতিথেয়তায় সেরা: ভারতীয় হাইকমিশনার

ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস বলেছেন, ‘বাংলাদেশিরা আতিথেয়তায় সেরা। তাদের পারিবারিক আর ঘরোয়া পরিবেশের অভ্যর্থনায় আমরা সবসময় অভিভূত।’

রোববার (১৩ অক্টোবর) সকালে ঝালকাঠির ভীমরুলি গ্রামে ভাসমান পেয়ারার হাট পরিদর্শন শেষে সার্কিট হাউজে সাংবাদিকদের কাছে অনুভূতি প্রকাশকালে এসব কথা বলেন তিনি।

সকাল ৮টার দিকে তিনি বরিশাল থেকে ঝালকাঠি সদর উপজেলার ভীমরুলি গ্রামে পরিদর্শনে যান। সেখানে জেলা প্রশাসক মো. জোহর আলী এবং পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

রিভা গাঙ্গুলী প্রথমে ভীমরুলি গ্রামের সার্বজনিন মন্দির ঘুরে দেখেন। এ সময় গ্রামবাসী তাকে উলুধ্বনি আর শাঁখ বাজিয়ে বরণ করেন। এরপর নৌকায় চড়ে ভীমরুলি খালের দুই কিলোমিটার এলাকা, আশপাশের পেয়ারা বাগান আর ভাসমান হাট-বাজার ঘুরে দেখেন তিনি।

পূর্ববর্তি সংবাদবিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি বন্ধে রিট
পরবর্তি সংবাদশুরু হচ্ছে ইমরান খানের নতুন মিশন