ইলিশ ধরায় পুড়িয়ে ফেলা হয় দেড় লাখ মিটার জাল

ইসলাম টাইমস ডেস্ক: ইলিশ ধরার কারণে পটুয়াখালীর বাউফল উপজেলার তেঁতুলিয়া নদী থেকে গ্রেফতার ১৪ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়েছে। এ সময় প্রায় দেড় লাখ মিটার জাল উদ্ধার করে স্থানীয়দের উপস্থিতিতে তা পুড়িয়ে ফেলা হয়।

শনিবার (১২ অক্টোবর) রাতে বাউফল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিজুস চন্দ্র দে’র নেতৃত্বে কোস্টগার্ড, নৌ পুলিশ ও মৎস্য বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

এ সময় গ্রেফতারকৃত ৬ জেলেকে ১ বছর করে কারাদণ্ড, ৩ জেলেকে ১ মাসের কারাদণ্ড এবং ৫ জেলেকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।

অভিযানে প্রায় দেড় লাখ মিটার জাল উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে তা পুড়িয়ে ফেলা হয়।

পূর্ববর্তি সংবাদছাত্রলীগ-স্বেচ্ছাসেবকলীগের মধ্যে ব্যাপক সংঘর্ষ, আহত ৬
পরবর্তি সংবাদময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত