যে কোনো মুহূর্তে কুর্দিদের ওপর হামলা চালাবে তুরস্ক

অভিযানের উদ্দেশ্যে এখন সিরিয়া সীমান্তে অবস্থান করছে তুরস্কের সৈন্যরা ।

ইসলাম টাইমস ডেস্ক: সিরিয়ায় পশ্চিমা সমর্থিত কুর্দি মিলিশিয়াদের শক্তি খর্ব করতে এক সামরিক অভিযানের লক্ষ্যে সীমান্তে রাতভর বিপুল সংখ্যায় সৈন্য সমাবেশ এবং সাঁজোয়া যান জড়ো করেছে তুরস্ক। যে কোনো মুহূর্তে কুর্দি মিলিশিয়াদের ওপর হামলা চালাবে তুরস্ক। খবর বিবিসি’র।

এ বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগানের মুখপাত্র ফারহেতিন আলতুন বুধবার (৯ অক্টোবর) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘পশ্চিমা সমর্থিত কুর্দি মিলিশিয়ারা দীর্ঘদিন ধরে তুরস্কের নাগরিকদের হুমকি দিয়ে আসছে। সেই হুমকির মোকাবিলায় খুব শিগগিরই সীমান্ত অতিক্রম করবে আমাদের সৈন্যরা।’

তিনি ইঙ্গিত দিয়েছেন, কুর্দি মিলিশিয়াদের সামনে দুটো বিকল্প রয়েছে, হয় তারা দলত্যাগ করতে পারে, আর তা না করলে তাদের শায়েস্তা করা হবে।

‌উত্তর-পূর্ব সিরিয়ায় যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি মিলিশিয়া গোষ্ঠী এসডিএফকে তুরস্ক একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে বিবেচনা করে। এসডিএফ তুরস্কের অভ্যন্তরে তৎপর কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের উস্কানি দিচ্ছে।

পূর্ববর্তি সংবাদতিন মামলায় ড. ইউনূসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত
পরবর্তি সংবাদকেউ যদি পানি চায়, না দিলে কেমন দেখা যায়: প্রধানমন্ত্রী