শামেলায় হানাফি মাযহাবের কিতাব সংকট: কিছু উত্তরণ ভাবনা

মাওলানা শিহাব সাকিব ।।

আমরা যারা ফিকহে হানাফির অনুসরণ করি স্বাভাবিকভাবেই তাদের এই মাযহাবের কিতাবপত্রের খুব জরুরত হয়৷ এই কিতাবগুলোর হার্ড কপি বা পিডিএফ থাকলে ইসতিফাদা, মুতালাআ, মুরাজাআতের কাজ হয়ে যায়।

কিন্তু যারা লেখালেখির সাথে যুক্ত আছেন, এই সব কিতাব থেকে তাদের নুসুস নকল করতে হয়৷ অথবা একটি কিতাব পড়ার পর যারা কোনো কিছু নোট করে রাখতে চান তাদের প্রচুর সময় ও শ্রম ব্যয় করতে হয়৷

মাকতাবাতুশ শামেলাতে সেই কিতাব থাকলে খুব সহজেই সেটা কপি করা যায়৷ এমনকি কিতাবের নাম, পৃষ্ঠা ও খণ্ড নম্বরসহ অটো কপি হয়ে যায়৷ আলাদাভাবে এসব লিখতে হয় না৷ এতে অনেক সময় বেঁচে যায় এবং কাজটা নিখুঁতও হয়৷

কিন্তু দুঃখের বিষয় হলো, হানাফি মাযহাবের অনেক কিতাবই মাকতাবাতুশ শামেলায় নেই৷ হানাফি মাযহাবের আলেমদের লেখা কিতাবগুলোর জন্য আলাদাভাবে কিছু একটা করার কথা ভাবছি এবং মুরব্বিদের সাথে কথা বলছি বেশ কিছুদিন যাবৎ৷ সেটা মাকতাবাতুশ শামেলা বা মাকতাবাতু জিবরিলের মত করেই হোক৷

আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে কিছু দিন আগে সাউথ আফ্রিকার আলেম মুফতি হুসাইন হাফিযাহুল্লার এমন একটি কাজের সন্ধান পেলাম৷ তিনি মাকতাবাতুশ শামেলার একটি সংস্করণে মাকতাবতুল হানাফিয়্যা শিরোনাম দিয়ে শামেলাতে থাকা ফিকহ হানাফির কিতাবগুলোর সাথে নতুন কিছু কিতাব যোগ করেছেন৷ যা আমি শামেলার যে সংস্করণ ব্যবহার করি তাতে নেই৷ জাযাহুল্লাহু খাইরান৷

জানিনা, তিনি এই কাজ জারি রেখেছেন কিনা৷ আমাদের মাযহাবের আলেমদের লেখা সব মুদ্রিত কিতাব বা গুরুত্বপূর্ণ কিতাবগুলো যদি এভাবে শামেলাতে যুক্ত করা হয় তাহলে অনেক উপকারী একটা কাজ হবে৷ আল্লাহুম্মা য়াসসির৷ এ কাজের জন্য আর্থিক সামর্থবান লোকদের সাথে কিছু হিম্মতওয়ালা লোকেরও প্রয়োজন৷ আল্লাহ তাআলাই তাওফিকদাতা৷

 

পূর্ববর্তি সংবাদপ্রতিষ্ঠা বার্ষিকীতে সমরাস্ত্র প্রদর্শন করল ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন ‘ইসলামি জিহাদ’
পরবর্তি সংবাদফেনী নদী থেকে ভারতকে ১.৮২ কিউসেক পানি দেবে বাংলাদেশ