কাশ্মীরের ১৪৪ বালককে আটকের কথা স্বীকার করল স্থানীয় প্রশাসন

ইসলাম টাইমস ডেস্ক: ভারত অধিকৃত কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল হওয়ার পর থেকে উপত্যকায় ১৪৪ বালককে আটক করার কথা স্বীকার করেছে স্থানীয় প্রশাসন। এদের মধ্যে অধিকাংশই ৯ থেকে ১৭ বছর বয়সী। তাদের রাখা হয়েছে বিভিন্ন সরকারি হোমে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, জম্মু-কাশ্মিরের হাইকোর্ট নিযুক্ত জুভেনাইল জাস্টিস কমিটি এই তথ্য জানিয়েছে ভারতীয় সুপ্রিম কোর্টের নিযুক্ত বিশেষ কমিটিকে।

উল্লেখ্য, চলতি বছরের ৫ আগস্ট জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল করে নরেন্দ্র মোদি সরকার। এরপর সামরিক উপস্থিতি আর কড়াকড়ি বাড়িয়ে অচল করে দেয়া হয় অঞ্চলটিকে। আটক করা হয় হাজারো মানুষকে। বন্ধ করে দেওয়া হয় টেলিফোন, ইন্টারনেট। ব্যহত হয় যোগাযোগ ব্যবস্থা।

বিরোধী রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে অত্যাচারের অভিযোগ তোলা হয়। অপ্রাপ্ত বয়স্কদের উপরও দমন চালানো হচ্ছে বলে সরব হন তারা।

পূর্ববর্তি সংবাদদরজায় দাঁড়ানো সম্পাদকের মুখ
পরবর্তি সংবাদভোলায় আহলে হাদিস মসজিদ নিয়ে উত্তেজনা, মামলা, গ্রেফতার..