ফারাক্কার গেট খুলে দেয়ায় আবারো বন্যার আশঙ্কা

ইসলাম টাইমস ডেস্ক: ফারাক্কা বাঁধের ১১৯ টি গেটের সব খুলে দিয়েছে ভারত। এর ফলে নাটোরের লালপুরে পদ্মা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। নদীর পানি বাড়ায় নিচু এলাকায় থাকা ঘর-বাড়িতে পানি ঢুকে পড়েছে। পানি বেড়ে যাওয়ায় এই অঞ্চলে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়রা জানায়, এরইমধ্যে জেলার লালপুর উপজেলার ৩ টি ইউনিয়নের ১৮ টি চরের ফসল ও বাড়ি-ঘর তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে এসব চরে বসবাসকারী প্রায় তিন হাজার পরিবার।

নাটোর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সহকারী প্রকৌশলী আল আসাদ জানান, মঙ্গলবার সকাল পর্যন্ত হার্ডিঞ্জ সেতু পয়েন্টে পদ্মার পানির বিপদসীমা বরাবর এবং চারঘাট পয়েন্টে বিপদসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে ইউএনবির রাজশাহী প্রতিনিধি জানিয়েছে, হঠাৎ করে সব গেট খুলের দেয়ার বিষয়ে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব চাঁপাইনবাবগঞ্জ) সৈয়দ সাহিদুল আলম বলেন, সোমবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত এক দিনে ১১ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এতে ধারণা করা হচ্ছে হয়তো সব গেট খুলে দেয়া হয়েছে। এছাড়াও টানা বর্ষণের কারণেও পদ্মার পানি বেশি বৃদ্ধি পাচ্ছে।

তিনি জানান, বর্তমানে রাজশাহী পয়েন্টে পদ্মায় পানি প্রবাহিত হচ্ছে ১৭ দশমিক ৯৮ সেন্টিমিটারে। দুদিনের মধ্যে বিপদসীমা ১৮ দশমিক ৫০ সেন্টিমিটার অতিক্রম করতে পারে। এতে বন্যার আশঙ্কা রয়েছে।

সূত্র : ইউএনবি

পূর্ববর্তি সংবাদখাশোগির খুনিদেরকে ‘দায়মুক্তি’ দিয়েছে সৌদি আরব: এরদোগান
পরবর্তি সংবাদভারতীয় বাহিনীর গুলিতে কাশ্মীরে আরো দুই স্বাধীনতাকামীর মৃত্যু