এবার মাহাথিরের ওপর ক্ষেপেছেন ভারতীয়রা

ইসলাম টাইমস ডেস্ক: জম্মু ও কাশ্মীরকে ‘অধিকৃত ও আক্রান্ত’ অঞ্চল আখ্যায়িত করায় এবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের ওপর বেশ ক্ষেপেছেন ভারতীয় সামাজিকমাধ্যম ব্যবহারকারীরা।

মালয়েশিয়ার পণ্য ও পর্যটন বর্জনের আহ্বান জানিয়েছেন তারা। তুরস্ক ও চীনের মতো জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে মাহাথির মোহাম্মদ পরোক্ষভাবে ভারত কাশ্মীরে আক্রমণ ও দখলদারিত্ব চালাচ্ছে বলে অভিযোগ করেন।

তার এই অভিযোগের পর ভারতীয়রা সামাজিকমাধ্যমে কঠোর মনোভাব দেখিয়েছেন। তারা টুইটারে ‘বয়কট মালয়েশিয়া’ প্রচারে নেমেছেন।

এছাড়া মালয়েশিয়ার বিরুদ্ধে আরও পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন বেশ কয়েকজন সামাজিকমাধ্যমের তৎপর ভারতীয়। তারা মুসলিম দেশটির বিরুদ্ধে বাণিজ্য নিষেধাজ্ঞারও আহ্বান জানিয়েছেন।

পূর্ববর্তি সংবাদরাতে প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে ধরা পড়লেন পুলিশ কনস্টেবল
পরবর্তি সংবাদ‘কাদিয়ানীদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে’