ফারাক্কার সব গেট খুলে দিয়েছে ভারত, বাংলাদেশে বন্যার আশঙ্কা

ইসলাম টাইমস ডেস্ক: মাত্রাতিরিক্ত বৃষ্টির কারণে ভারতের উত্তর প্রদেশ ও বিহারের বন্যা দেখা দিয়েছে। তাদের বন্যা পরিস্থিতি সামাল দিতে পর্যায় ক্রমে ফরাক্কা বাঁধের ১১৯টি সুইচ গেটের সবকটি গেট খুলে দিয়েছে ভারত সরকার।

এদিকে ভারতের উজান থেকে ধেয়ে আসা পানির সঙ্গে রাজশাহী অঞ্চলে প্রায় সপ্তাহ ব্যাপি বৃষ্টির কারণে পদ্মা নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেতে শুরু করেছে। ফলে বর্ষা পেরিয়ে ভাদ্রের শেষে এই পদ্মা তীরবর্তী এলাকাগুলোতে বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, জলের তোড় সামাল দিতে ফারাক্কা ব্যারেজের সবকটি লকগেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। বন্যার ধরণ দেখে পর্যায়ক্রমে এই লকগেটগুলো খুলতে থাকে ভারত সরকার।

সোমবার (৩০ সেপ্টেম্বর) ভারতে বন্যা পরিস্থিতির অবনতি হলে ফারাক্কার সবগুলো গেট খুলে দেওয়া হয়। যার ফলে নদীর তীরবর্তী নিম্ন এলকাগুলো প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের হিসেবে পদ্মা নদীর বিপদসীমা ১৮ দশমিক ৫০ সেন্টিমিটার। সোমবার সন্ধ্যা ছয়টায় যা ১৮ দশমিক শূন্যা এক সেন্টিমিটার অতিক্রম করেছে।

পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার এনামুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, দুপুর ৩টায় নদীর পানির স্তর ১৭ দশমিক ৯৭ সেন্টিমিটার থাকলেও, গত তিন ঘণ্টায় তা ৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। নদীর পানির এই বৃদ্ধির পরিমাণটা অন্যান্য দিনের তুলনায় বেশি।

এদিকে রাজশাহী নগরীর নদী তীরবর্তী এলাকায় বসবাসকারীদের বাড়িতে এরই মধ্যে পানি উঠতে দেখা গেছে। রাজশাহীর গোদাগাড়ী, পবা, বাঘা ও চারঘাট উপজেলার নদীতে এই ক’দিনে পানি বৃদ্ধির ফলে তীরবর্তী এলাকার মানুষ ঝুঁকি নিয়ে বসবাস করছে। তীরে এরই মধ্যে ভাঙন দেখা দিয়েছে।

বাঘা উপজেলায় বেশকটি শিক্ষা প্রতিষ্ঠান নদী তীরে হওয়ায় সেখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যার মধ্যে কয়েকটি স্কুলে পাঠদান বন্ধ রাখা হয়েছে। পবা উপজেলার নদী চর এলাকার বাসিন্দারা এরই মধ্যে চর ছেড়ে অন্যত্র অবস্থান নিয়েছে।

পূর্ববর্তি সংবাদঅনলাইনে ক্যাসিনো পরিচালনাকারীকে বিদেশ যাওয়ার পথে বিমান থেকে আটক
পরবর্তি সংবাদপাক সেনাবাহিনীর জন্য যুদ্ধজাহাজ বানাচ্ছে তুরস্ক