ক্যাসিনো কেলেঙ্কারি: সীমান্তে বাড়তি সতর্কতা জারি

ইসলাম টাইমস ডেস্ক: ক্যাসিনো কেলেঙ্কারিতে জড়িত দুজন বাংলাদেশিসহ অভিযুক্ত আট নেপালি নাগরিককে যেন দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত ব্যবহার করে দেশত্যাগ করে ভারতে পালিয়ে যেতে না পারে সেজন্য সীমান্তে বাড়তি সতর্কতা জারি করেছে হিলি ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

পুলিশ সদর দফতর থেকে এ সংক্রান্ত নির্দেশনা পাওয়ার পর হিলি ইমিগ্রেশন চেকপোস্টে ও বিজিবির পক্ষ থেকে সীমান্তে এই বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোত্তালেব হোসেন জানান, ‘ক্যাসিনো কেলেঙ্কারীতে জড়িত দুই বাংলাদেশিসহ অভিযুক্ত আট নেপালি নাগরিক এবং অন্যান্য তালিকাভূক্ত ব্যক্তিরা যাতে এই ইমিগ্রেশন ব্যবহার করে ভারতে পালিয়ে যেতে না পারে সেজন্য পাসপোর্টধারী যাত্রীদের ছবি ও তথ্য ওয়ারেন্টভুক্ত তালিকার সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। এরপর নাম পরিচয়ের সাথে মিলিয়ে নিশ্চিত হয়ে ভারতে যাওয়ার অনুমতি দেয়া হচ্ছে।’

এদিকে হিলিসহ আশপাশের সীমান্ত এলাকায় বিজিবিও সতর্ক অবস্থায় রয়েছে বলে জানা গেছে।

পূর্ববর্তি সংবাদগাজায় ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনা
পরবর্তি সংবাদছয় কাশ্মীরি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় বাহিনী