এবার ভারতের সঙ্গে ডাকযোগাযোগ বন্ধ করে দিল পাকিস্তান

ইসলাম টাইমস ডেস্ক: এবার ভারতের সঙ্গে ডাকযোগে আদানপ্রদান বন্ধের ঘোষণা করল পাকিস্তান সরকার। আগস্টে কাশ্মিরে ৩৭০ ধারা বিলোপ করেছে কেন্দ্র করে এর আগে ভারতের সঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল ইসলামাবাদ। নিষেধাজ্ঞা জারি হয়েছিল পাক আকাশ পথ ব্যবহারের ক্ষেত্রেও।

ডাকযোগে ভারতের তরফ থেকে চিঠি গ্রহণ বা সেদেশ থেকে চিঠি প্রেরণে নিষেঝাজ্ঞা জারি করেছে পাকিস্তান। ভারতের ডাক বিভাগের উপ-মহানির্দেশক অজয় কুমার রায় ইন্ডিয়ান এক্সপ্রেসকে ইসলামাবাদের এই পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করেন।

‘পাঞ্জাব দে রঙ্গের’ সম্পাদক ইশান এইচ নাদিম ফোনে ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, ‘সম্প্রতি ৭০টি পত্রিকা ভারতের পাঠকদের জন্য পাঠানো হয়েছিল। তবে, সবকটিই ফের ফেরৎ পাঠিয়েছে পাকিস্তান ডাক বিভাগ।’ এছাড়াও তিনি বলেন, ‘আমাদের জানানো হয়েছে ভারতের সঙ্গে ডাক যোগে কোনো আদানপ্রদাণ হবে না।

পূর্ববর্তি সংবাদপ্রধানমন্ত্রীর জন্মদিনের আনন্দ মিছিলে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২০
পরবর্তি সংবাদআবারও উত্তাপ কাশ্মীরে, এক ভারতীয় সেনা ও তিন স্বাধীনতাকামী নিহত