নেতানিয়াহুকেই সরকার গঠনের অনুরোধ জানাল ইসরায়েলের প্রেসিডেন্ট

ইসলাম টাইমস ডেস্ক: বেনইয়ামিন নেতানিয়াহুকে নতুন সরকার গঠনের অনুরোধ জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট রোভি রিভলিন।

নির্বাচন পরবর্তী মনোনয়ন অনুষ্ঠানে প্রেসিডেন্ট রোভি রিভলিন বলেন, ‘‘আমি আপনাকে (নেতানিয়াহু) পরবর্তী সরকার গঠনের আহ্বান জানাচ্ছি।

গত সপ্তাহে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর কোনো দল এককভাবে সরকার গঠন  করতে ব্যর্থ হয়৷ নির্বাচনে নেতানিয়াহুর দল লিকুদ পার্টির ৩১জন সদস্য জয়লাভ করে৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্দী বেনি গান্টস-এর ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির ৩২ সদস্য জয় পায়৷ তবে সরকার গঠনের জন্য নেতানিয়াহুর লিকুদ পার্টি নিজ দলের সদস্যসহ মোট ৫৫ জন প্রতিনিধির সমর্থন আদায় করতে সক্ষম হয়৷ এদিকে সরকার গঠনের দৌড়ে তার নিকটতম প্রতিদ্বন্দী বেনি এখন পর্যন্ত ৫৪ জন সদস্যের সমর্থন আদায় করতে পেরেছেন বলে জানা গেছে।

দেশটির ১২০ সদস্য বিশিষ্ট সংসদে সরকার গঠন করতে হলে কোনো দলকে অন্তত ৬১জন সদস্যের সমর্থন থাকতে হবে৷ দৌড়ে এগিয়ে থাকা নেতানিয়াহুর হাতে সরকার গঠনের জন্য ২৮ দিন সময় রয়েছে৷ নেতানিয়াহু ব্যার্থ হলে বেনি গান্টস সরকার গঠনের সুযোগ পাবেন।

 

পূর্ববর্তি সংবাদময়মনসিংহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
পরবর্তি সংবাদ‘দেশের যেখানেই ক্যাসিনোর খবর পাওয়া যাবে সেখানেই অভিযান চালানো হবে’