আল-আকসা মসজিদে প্রবেশের সব দরজা বন্ধ করে দিয়েছে ইসরাইলি পুলিশ

ইসলাম টাইমস ডেস্ক: আল-আকসা মসজিদে প্রবেশের সব দরজা বন্ধ করে দিয়েছে ইসরাইলি পুলিশ। কাউকে প্রবেশ করতে না দিয়ে বৃহস্পতিবার কুব্বাত আস-সাখরাতেও প্রবেশের পথ বন্ধ করে দেয়।

 

আল-আকসা মসজিদের পরিচালক শেখ ওমর আল কিসওয়ানি বলেন, মসজিদের দরজা বন্ধ করা অপ্রত্যাশিত এবং ইসরাইলি কর্তৃপক্ষের অবিলম্বে এ নীতিটি বন্ধ করা উচিত, যা নীতিতে পরিণত হয়েছে।

১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধের সময় পূর্ব জেরুজালেম অধিগ্রহণ করে ইসরাইল। ১৯৮০ সালে এটিকে সম্প্রসারণ করে এটিকে ইহুদি রাষ্ট্রের রাজধানী হিসেবে দাবি করা হয়। তাদের এ দাবিকে আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি দেয়নি।

পূর্ববর্তি সংবাদচেয়ারম্যান-এমডির জামিনসহ জব্দ ৬শ’ কোটি টাকা ফেরত চায় হলমার্ক
পরবর্তি সংবাদসৌদি আরবকে রক্ষার অজুহাতে আরও ২০০ সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র