মোদী কখনই জাতির জনক হতে পারেন না: ওয়াইসি

ইসলাম টাইমস ডেস্ক: মোদী কখনই জাতির জনক হতে পারেন না বলে মন্তব্য করেছেন মজলিশ-ই-ইত্তেহাদুল-মুসলেমিন প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প মহাত্মা গান্ধীজি সম্পর্কে জানেন না। গান্ধীজী জাতির জনক উপাধি অর্জন করেছিলেন। মোদী কখনই জাতির জনক হতে পারেন না।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ট্রাম্প ভারতের জাতির জনক বলে অভিহিত করায় ওয়াইসি গতকাল (বুধবার) গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেছেন।

ট্রাম্পকে ‘অশিক্ষিত’ বলে অভিহিত করে ওয়াইসি বলেন, ‘জাতির জনক’ উপাধি কেবল মহাত্মা গান্ধীর জন্যই সংরক্ষিত। যিনি ভালবাসা, বহুত্ববাদ ও ভাতৃত্বের টানে গোটা দেশকে বাঁধতে চেয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস সম্পর্কে কিছুই জানেন না। গান্ধী ও ভারত  সম্পর্কে তাঁর কোনও জ্ঞানই নেই!’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমেরিকা সফরের সময় গতকাল (মঙ্গলবার) মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করে তাঁকে ‘ফাদার অব ইন্ডিয়া’ বলে অভিহিত করেন। এরপরই ট্রাম্পের ওই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিরোধীরা।

ট্রাম্প অবশ্য বিখ্যাত মার্কিন গায়ক এলভিস প্রেসলির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তুলনা করায় ওয়াইসি তাঁর সমর্থন করেছেন। ট্রাম্প বলেন, ‘নরেন্দ্র মোদি একসঙ্গে অনেক মানুষকে জমায়েত করার ক্ষমতা রাখেন। কোনও বিরাট জমায়েতকে  মন্ত্রমুগ্ধ করে দেয়ার ক্ষমতা মোদির আছে। ঠিক যেন এলভিস প্রেসলি!’

এ প্রসঙ্গে ফের কটাক্ষের সুরে ওয়াইসি বলেন,  ‘এলভিস প্রেসলিকে উদাহরণ হিসেবে উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্প ভাল কাজই করেছেন। আমি শুনেছি, ভাল গান গেয়ে  দর্শকাসনকে জমিয়ে রাখার ক্ষমতা এলভিসের ছিল। আমাদের প্রধানমন্ত্রীও সমাবেশে  ভাল চোখা চোখা বক্তব্যই রাখেন!’

ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইমরান খানের সঙ্গে দ্বিমুখী খেলা খেলছেন, আমাদের তা বুঝতে হবে বলেও আসাদউদ্দিন ওয়াইসি মন্তব্য করেছেন।

কংগ্রেসের সিনিয়র নেতা মল্লিকার্জুন খাড়েগর ছেলে ও কর্ণাটক সরকারের সাবেক মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়েগ বলেছেন, জাতির জনক কে তা কী এবার আমেরিকা ঠিক করবে?#

সূত্র: পার্সটুডে

পূর্ববর্তি সংবাদরোহিঙ্গাদের নিয়ন্ত্রণে বিশেষ ইউনিট নিয়োগ করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদঅনির্দিষ্ট সময়ের জন্য মুলতবি করা হল বাংলাদেশ থেকে কাতারে ইমাম নিয়োগের পরীক্ষা