রোহিঙ্গাদের এনআইডি ইস্যু: ইসির দুই নির্বাচন কর্মকর্তাসহ ৭ জনের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

ইসলাম টাইমস ডেস্ক: রোহিঙ্গাদের এনআইডি দেওয়ার পেছনে ভূমিকা থাকার সন্দেহে দুই নির্বাচন কর্মকর্তাসহ সাতজনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন।

 

আজ সোমবার দুদকের প্রধান কার্যালয় থেকে তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য। তিনি বলেন, নির্বাচন কমিশনের সাতজনের বিরুদ্ধে জালিয়াতি করে রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দেয়া ও ল্যাপটপসহ নির্বাচনের সরঞ্জাম আত্মসাতের অভিযোগ রয়েছে।

 

প্রাথমিকভাবে ইসির ওই সাতজনের বিরুদ্ধে ৫১ জন রোহিঙ্গাকে জাতীয় পরিচয়পত্র দেয়ার অভিযোগে এ অনুসন্ধান শুরু হল। ওই পরিচয়পত্রের প্রেক্ষিতে রোহিঙ্গারা পাসপোর্ট পেয়েছে বলেও প্রমাণ মিলেছে।

পূর্ববর্তি সংবাদইন্দোনেশিয়ায় ভয়াবহ দাঙ্গায় ৩ শিক্ষার্থীসহ নিহত ২০
পরবর্তি সংবাদভ্যাকসিন হিরো পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী