তেজগাঁওয়ের ফু-ওয়াং ক্লাবে অভিযান চালাল পুলিশ

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর তেজগাঁওয়ের ফু-ওয়াং ক্লাবে অভিযান চালাচ্ছে পুলিশ। আজ সোমবার বিকেল সোয়া পাঁচটার দিকে এ অভিযান শুরু হয়। তবে এখনো পর্যন্ত জুয়া বা ক্যাসিনোর কোনো সামগ্রী পায়নি পুলিশ।

বিভিন্ন ক্লাবগুলোতে জুয়া, ক্যাসিনোসহ অবৈধ কার্যক্রমের অভিযোগে চলমান অভিযানের অংশ হিসেবে ফু-ওয়াং ক্লাবে অভিযান চালানো হচ্ছে।

ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে গোয়েন্দা পুলিশ ও তেজগাঁও পুলিশের অপরাধ বিভাগ এই অভিযান পরিচালনা করছে। আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, জুয়া, ক্যাসিনো বা অবৈধ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কোনো কিছু এখনো তারা এ ক্লাবে পাননি। ক্লাবে একটি বার রয়েছে। তবে সেই বারের বৈধ কাগজপত্র আছে। তবে বারে বিক্রি হওয়া সামগ্রীগুলো বৈধ কিনা সেটি পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

পূর্ববর্তি সংবাদকোম্পানির পক্ষ থেকে ডাক্তারদের শুভেচ্ছাস্বরূপ দেওয়া ঔষধ গ্রহণ ও বিক্রয় করা কি জায়েয?
পরবর্তি সংবাদপোরশা মাদরাসা: উত্তরবঙ্গে ইলমি ঐতিহ্যের অনন্য প্রতিষ্ঠান