জব্দ করা হল খালেদ মাহমুদ ও জি কে শামীমের ব্যাংক অ্যাকাউন্ট

ইসলাম টাইমস ডেস্ক: জব্দ করা হয়েছে যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া ও জি কে শামীমের ব্যাংক অ্যাকাউন্ট । একই সঙ্গে ক্যাসিনো ব্যবসায় জড়িতরা যাতে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে না পারে সে বিষয়ে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ সোমবার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান আবু হেনা মোহা. রাজী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্ত্রাসী ও মানি লন্ডারিং বিষয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ এলে বিএফআইইউ তা অনুসন্ধান করে। অনুসন্ধানকালে তাদের হিসাবে টাকা জমা হবে কিন্তু উত্তোলন করতে পারবে না।

এদিকে একটি সূত্র জানিয়েছে, যুবলীগ নেতা জি কে শামীমের ব্যাংক হিসাবে ৩০০ কোটি টাকা আছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এদিকে জি কে শামীমের স্ত্রী ও মা-বাবার নামে থাকা সব ব্যাংক হিসাব অবরুদ্ধ করতেও বলা হয়েছে।

 

পূর্ববর্তি সংবাদপোরশা মাদরাসা: উত্তরবঙ্গে ইলমি ঐতিহ্যের অনন্য প্রতিষ্ঠান
পরবর্তি সংবাদ‘আবকি বার ট্রাম্প সরকার’: ভারতজুড়ে নতুন বিতর্কে মোদি