গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩, আহত ১২

ইসলাম টাইমস ডেস্ক : গোপালগঞ্জে সদর উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন  অন্তত আরও ১২ জন। শুক্রবার রাত ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার শোনাশুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নারায়ণ হাওলাদারের ছেলে বিজন হাওলাদার (২৫), নুর ইসলামের ছেলে রাসেল (২৪) এবং যশোরথ মণ্ডলের ছেলে কমল মণ্ডল (২৫)। তাদের সবার বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায়।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জানে আলম জানান, ইমাদ পরিবহনের যাত্রীবাহী বাসটি (ঢাকা মেট্রো-ব-১৫-৩৮৫৫) ঢাকা থেকে পিরোজপুরের নাজিরপুর যাচ্ছিল।

রাত ৩টার দিকে উপজেলার শোনাশুর নামক স্থানে পণ্যবাহী একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২০-৭০৮৪) পিছনে এসে সজোরে ধাক্কা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত হন এবং আহত হন ১২ জন।

মারাত্মক আহতদের একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদ‘খালেদা জিয়ার স্বাস্থ্যের আরো অবনতি হয়েছে’
পরবর্তি সংবাদসিসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, পদত্যাগের দাবিতে মিসরে ফের আন্দোলন