নারায়ণগঞ্জে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’, চাপাতি তুহিন নিহত

ইসলাম টাইমস ডেস্ক : নারায়ণগঞ্জে শহরে আটকের পর র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তুহিন ওরফে চাপাতি তুহিন নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার ভোর ৪টার দিকে শহরের সৈয়দপুর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‌্যাবের দাবি, নিহত চাপাতি তুহিন এলাকার শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে মাদক, হত্যাসহ চারটি মামলা রয়েছে। তুহিন দেওভোগ শান্তিনগর এলাকার কাওসার হোসেনের ছেলে।

কালিবাজারের ক্যাম্প ইনচার্জ এএসপি মোস্তাফিজুর রহমান জানান, কুমিল্লার দেবিদ্বার থেকে মঙ্গলবার রাতে সন্ত্রাসী চাপাতি তুহিনকে আটক করে র‌্যাব। তার দেয়া তথ্য অনুযায়ী বুধবার গভীর রাতে নগরীর সৈয়দপুর এলাকায় অস্ত্র ও মাদক উদ্ধার করতে যায় র‌্যাব।

 

গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

এর আগে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হাসান বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ছিলেন চাপাতি তুহিন। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ চারটি মামলা রয়েছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

পূর্ববর্তি সংবাদরাজধানীতে পৃথক পৃথক অভিযান,ইয়াবাসহ আটক ৬
পরবর্তি সংবাদ৭ হাজার কেজি ভারি, ৭০০ ফুট লম্বা কেক দিয়ে মোদির জন্মদিন পালন