এবার আজাদ কাশ্মীরকে ভারতের অংশ দাবি করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: আজাদ কাশ্মীরকে ভারতের অংশ দাবি করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, আমরা একদিন আক্ষরিক অর্থেই এর নিয়ন্ত্রণ আশা করি।

আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে এস জয়শঙ্কর বলেন, জম্মু ও কাশ্মীর সম্পর্কে মানুষ কী বলছে, তা সম্পর্কে ‘উদ্বিগ্ন’ হওয়ার কোনো কারণ নেই। নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের অবস্থান রয়েছে এবং থাকবে।

তিনি বলেন, পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ, আমরা আশা করি একদিন নিয়ন্ত্রণাধীন হবে- কার্যকরী নিয়ন্ত্রণ। জম্মু ও ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল এবং রাজ্যটিকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার বিষয়টিকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যাওয়ার চেষ্টা করে পাকিস্তান।

এদিকে কয়েক সপ্তাহ আগেই, এস জয়শঙ্করের মতো একই সুরে বিবৃতি দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এ পদক্ষপের ফলে দেশের অন্যান্য জায়গার মতোই সুযোগ-সুবিধা পাবে জম্মু ও কাশ্মীর।

পূর্ববর্তি সংবাদদেওবন্দের মুহাদ্দিস, বহু গ্রন্থপ্রণেতা আল্লামা জামাল আহমাদের ইনতিকাল
পরবর্তি সংবাদ২২ সেপ্টেম্বর থেকে ডিএনসিসিতে উচ্ছেদ অভিযান শুরু হবে: মেয়র আতিক