আফগান প্রেসিডেন্টের নির্বাচনী সমাবেশে আত্মঘাতী হামলা, নিহত ২৪

ইসলাম টাইমস ডেস্ক: আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির একটি নির্বাচনী সমাবেশের বাইরে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। কাবুলের উত্তরে পারওয়ান প্রদেশের রাজধানী চারিকরে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায়  ২৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩২ জন। -খবর এএফপির

পারওয়ান হাসপাতালের পরিচালক ডা. আবদুল কাসের সাঙ্গিন বলেন, হতাহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। নিহতদের অধিকাংশকে বেসামরিক বলে মনে হচ্ছে।

তিনি বলেন, অ্যাম্বুলেন্সগুলো কার্যকর আছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নুসরাত রাহিমি বলেন, মোটরবাইকে এক বোমা হামলাকারী এসে সমাবেশের সামনের প্রথম তল্লাশিচৌকিতে বিস্ফোরণ ঘটিয়েছেন। তবে এতে আশরাফ ঘানি অক্ষত রয়েছেন।

এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। এছাড়া মধ্য কাবুলে আরেকটি বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন।

পূর্ববর্তি সংবাদ‘দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে জাবি ভিসির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে’
পরবর্তি সংবাদআওয়ামী লীগ রাষ্ট্রীয় সংস্থানির্ভর দলে পরিণত হয়েছে : আমীর খসরু