‘বাবর রোড’ লেখা নামফলকে কালি লেপে দিলো হিন্দু সেনা

ইসলাম টাইমস ডেস্ক: খোদ ভারতের রাজধানী শহরেই মুসলিম-বিদ্বেষের আরো একটি নজির তৈরি করল হিন্দু সেনা! নয়াদিল্লির বেঙ্গলি মার্কেটের ‘বাবর রোড’ লেখা নামফলক কালো কালি দিয়ে ঢেকে দেয়া হলো। মুসলিমদের কীর্তি, অবদান অস্বীকার করা এবং মুসলিমদের কলঙ্কিত করা অনুচিত মনে করে না হিন্দু সেনা।

স্বভাবতই ‘বাবর রোড’ নামফলক কলঙ্কিত করার পরে এই সংগঠনের অবস্থান অনুযায়ী হিন্দু সেনা সভাপতি মি. গুপ্ত বলেছেন, ‘ওই রোডের নাম ভারতের ওপর ‘আক্রমণকারী’ (অর্থাৎ প্রথম মোগল বাদশাহ বাবর) এক শাসকের নামে। আমরা দাবি জানিয়েছিলাম, ভারতের কোনো মহান মনীষীর নামে ওই রোডের নামকরণ করা হোক। তারপর আমরা এনডিএমসি নির্মিত ওই রোডের নামফলক কালি দিয়ে ঢেকে দিয়েছি।’ এই রোডের তত্ত্বাবধানের দায়িত্বে থাকা এনডিএমসি এখন পর্যন্ত এই প্রসঙ্গে কোনো মন্তব্য করেনি।

সূত্র : পূবের কলম

পূর্ববর্তি সংবাদমন্দিরে পূজার কথা বলে এক নারীকে ধর্ষণ করল দুই পুরোহিত
পরবর্তি সংবাদসরকারি প্রকল্পের নামে দুর্নীতির মহোৎসব চলছে: চরমোনাই পীর