আবারো ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল ফিলিস্তিন

ইসলাম টাইমস ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকার আকাশসীমা থেকে ইসরাইলের আরও একটি ড্রোন ভূপাতিত করেছেন ফিলিস্তিনি যোদ্ধারা। শনিবার রাতে ইসরাইলি ড্রোনটি ভূপাতিত করেন ফিলিস্তিনি যোদ্ধারা।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা কুদস জানিয়েছে, সেখানকার ইসরাইলবিরোধী প্রতিরোধ আন্দোলন ‘পিপলস ফ্রন্ট’র সামরিক শাখা ‘আবু আলী মুস্তফা’ ব্রিগেডের যোদ্ধারা শনিবার রাতে গাজার খান ইউনুস এলাকার আকাশে গুলি করে ইসরাইলি ড্রোনটি ভূপাতিত করেন।

এ সম্পর্কে ইসরাইলি বাহিনী এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

এর আগে গত সোমবার রাতেও গাজা উপত্যকার দক্ষিণ প্রান্তে রাফাহ এলাকায় একটি ইসরাইলি ড্রোন ভূপাতিত করেন ফিলিস্তিনি যোদ্ধারা। ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ওই ড্রোনটি ভূপাতিত করেছিল।

গত কয়েক সপ্তাহ ধরে ইসরাইলি জঙ্গিবিমান, হেলিকপ্টার ও ড্রোনগুলো গাজা উপত্যকার বিভিন্ন স্থানে বোমাবর্ষণ করে যাচ্ছে। ২০১৭ সালের ডিসেম্বর থেকে দখলদার ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এসব হামলায় হাজার হাজার ফিলিস্তিনি হতাহত হয়েছেন।

২০০৬ সাল থেকে গাজা উপত্যকার ওপর জল, স্থল ও আকাশপথে কঠোর অবরোধ আরোপ করে রেখেছে ইসরাইল। ফলে সেখানকার ১৭ লাখ বাসিন্দা চরম মানবেতর জীবনযাপন করছেন।

পূর্ববর্তি সংবাদমমতাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া উচিত: বিজেপি নেতা
পরবর্তি সংবাদকওমি মাদরাসার ছাত্ররা দেশের অতন্দ্র প্রহরী: মাওলানা মামুনুল হক