সৌদি আরবের বিনোদন কর্তৃপক্ষের সমালোচনা করায় প্রখ্যাত শিক্ষাবিদ আটক

ইসলাম টাইমস ডেস্ক: সৌদি আরবের বিনোদন কর্তৃপক্ষের (জেনারেল ইন্টারটেইনমেন্ট অথরিটি-জিসিএ) নীতির সমালোচনা করায় দেশটির এক প্রখ্যাত শিক্ষাবিদকে আটক করা হয়েছে। কাশিম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক আইনের অধ্যাপক ওমর আল মুকবিলকে আটকের খবর নিশ্চিত করেছে কারাবন্দিদের অধিকার সংরক্ষণে কাজ করা একটি গ্রুপ।

মঙ্গলবার এক টুইট বার্তায় প্রিজনার্স কন্সিয়েন্স নামের ওই গ্রুপটি জানিয়েছে ওই শিক্ষাবিদের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর তাকে আটক করা হয়। ভিডিওতে বলা হয়েছে, জিইএ-এর কার্যক্রমে সমাজের মূল পরিচয় বিলুপ্ত হয়ে যাচ্ছে।

উল্লেখ্য গত বছর সৌদি আরবে সঙ্গীত তারকা মারিয়া ক্যারি, জ্যানেট জ্যাকসন এবং সিন পল এর বেশ কয়েকটি অনুষ্ঠান আয়োজন করে জিইএ। এর উদ্দেশ্য ছিল বিশ্বব্যাপী সৌদি আরবের সম্মান বৃদ্ধি করা। একই বছর যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঘোষিত সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের আওতায় ৬ হাজার চারশো কোটি ডলারের এক পরিকল্পনা ঘোষণা করে জিইএ কর্তৃপক্ষ।

তবে অধিকার কর্মীরা বলে আসছেন বিনোদনের ওপর মনোযোগ দিয়ে  সৌদি আরবের দুর্বল মানবাধিকার রেকর্ড আড়াল করা হচ্ছে। একই সময়ে আন্তর্জাতিক মানবাধিকার গ্রুপগুলো বলছে দীর্ঘদিন ধরে সংস্কারের কথা বলে আসা অ্যাকটিভিস্টদেরও কারাবন্দি করছে সৌদি আরব।

পূর্ববর্তি সংবাদইবির বঙ্গবন্ধু হলে গরুর মাংস নিষিদ্ধ করল হিন্দু অধ্যক্ষ
পরবর্তি সংবাদএখন অস্ত্র হাতে নেওয়ার সময় এসেছে: ইমরান খান