“দোয়া করতে করতে তো আমার গলা শুকিয়ে যাচ্ছে”

ইসলাম টাইমস ডেস্ক : মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে ক্রিকেট খেলায়  বাংলাদেশ যখন চরম ‘বিপর্যয়ে’ তখন বাংলাদেশের ক্রিকেট অন্তঃপ্রাণ প্রধানমন্ত্রীর দোয়া করতে করতে গলা শুকিয়ে যাওয়ার মত অবস্থা হয়েছে। খেলা শেষ হওয়ার আগে প্রধানমন্ত্রী বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে ফোন দিয়ে বলেছিলেন, ‘দোয়া করতে করতে তো আমার গলা শুকিয়ে যাচ্ছে।’ জানা যায়, প্রধানমন্ত্রী তখন বেশ চিন্তিত ছিলেন।

খেলোয়াড় আফিফ হোসেনের পারফরম্যান্সে জয় হয় বাংলাদেশের। তখন বিসিবি সভাপতি  পাপনকে ফোন দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলকে অভিনন্দন জানিয়েছেন। প্রশংসা করেছেন আফিফের। ফোনে সাকিব-আফিফের সঙ্গে কথাও বলেছেন।

খেলা শেষে মাঠেই বিসিবি সভাপতি জানান, প্রধানমন্ত্রী খেলার মাঝেই বার বার তাকে ফোন করছিলেন। তিনি বেশ চিন্তিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলছিলেন, ‘পাপন এইটা কী হচ্ছে? এ রকম হচ্ছে কেন?’ এসময় তিনি বেশ চিন্তিত ছিলেন।

তারপর যখন আফিফ নামলো, তখন তার খেলা দেখে বললেন, ‘ও আগে নামেনি কেন? একে তো আগে দেখিনি।’

বিসিবি সভাপতি প্রধানমন্ত্রীকে বললেন, ‘আপা ও তুলনামূলকভাবে একদম নতুন এসেছে। মাত্র ১৯ বছর বয়স। ওর আসলে পাঁচে খেলার কথা ছিল।’

প্রধানমন্ত্রী বললেন, ‘যাই হোক যেখানে খেলেছে সেটা বড় কথা নয়। ও ভালো খেলেছে। ওর খেলা দেখেছি।’

খেলা শেষ হওয়ার আগে প্রধানমন্ত্রী বিসিবি সভাপতিকে ফোন দিয়ে বলেছিলেন, ‘দোয়া করতে করতে তো আমার গলা শুকিয়ে যাচ্ছে।’

পাপন বলেন, ‘খেলা শেষ হওয়া মাত্রই প্রধানমন্ত্রী ফোন করেন। পরে আফিফ হোসেন ও সাকিব আল হাসানের সঙ্গে কথা বলিয়ে দেই।’

পূর্ববর্তি সংবাদখাগড়াছড়িতে টয়লেটের স্লাব ভেঙ্গে ট্যাঙ্কিতে স্কুলছাত্র, বিষাক্ত গ্যাসে মৃত্যু
পরবর্তি সংবাদপরমাণু হামলা ঠেকাতে গরুর গোবর ব্যবহার করবে ভারত : শঙ্কর লাল