বিএনপি শুরু থেকেই প্রতিহিংসার রাজনীতি করছে: তথ্যমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: বিএনপি শুরু থেকেই প্রতিহিংসার রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ শুক্রবার হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ১২৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘সরকার বিএনপিকে শক্তিশালী বিরোধী দল হিসেবে দেখতে চায়। কিন্তু দলটি শুরু থেকেই প্রতিহিংসার রাজনীতি করছে। প্রতিহিংসার রাজনীতির কারণে মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে।’

সরকার দেশ থেকে বিরোধী দলগুলোকে নির্মূলের চেষ্টা করছে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে মন্তব্য করেছেন সে বিষয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘আমি তাকে প্রতিহিংসার রাজনীতি পরিহার করার অনুরোধ জানাই।

প্রতিহিংসার রাজনীতির কারণে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ভুয়া জন্মদিন পালন করেন এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গ্রেনেড হামলার শিকার হয়েছেন জানিয়ে তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ কখনো প্রতিহিংসার রাজনীতি করে না। আমরা গণতান্ত্রিকভাবে ক্ষমতায় থাকতে চাই।’

যারা রাজনীতির নামে মানুষ পুড়িয়ে মারার নির্দেশ দিয়েছিলেন তাদের বিচারের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেন তিনি। সূত্র : ইউএনবি

পূর্ববর্তি সংবাদদুপুর ২ টায় নিভেছে মিনিস্টারের আগুন: তদন্তে ৭ সদস্যের কমিটি
পরবর্তি সংবাদমাওলানা আবদুল মালেক সাহেব দা.বা.- এর কুয়েট সফর: কারগুজারির এক ঝলক