আসামের নাগরিকদের গ্রহণে আপত্তি নেই : শাহরিয়ার কবির

ইসলাম টাইমস ডেস্ক : ঘাতক-দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, ইন্দিরা-মুজিব চুক্তির পর যদি কেউ ভারতে যায়, তবে সে অবশ্যই সে দেশের অবৈধ নাগরিক। তাদের গ্রহণ করতে আপত্তি নেই। ২০০১ সালের পর ৫০ হাজারের মতো বাংলাদেশি ভারতে গেছে। তাদের সঙ্গে যোগাযোগ আছে আমার। তারা অনেকেই ভারতের নাগরিকত্ব চায়। ঢাকার একটি অনলাইন নিউজ পোর্টালকে তিন পর্বে দেওয়া এক সাক্ষাতকারে এসব কথা বলেন শাহরিয়ার কবির।

বাংলাদেশে রোহিঙ্গা বিষয়ে এক প্রশ্নের জবাবে ঘাদানিক নেতা বলেন,  জামায়াত রোহিঙ্গাদের যেভাবে জিহাদিকীকরণ করছে, সেটি অবহেলার কোনো সুযোগ নেই। রোহিঙ্গারা বাংলাদেশে স্থায়ী হলে গোটা দক্ষিণ এশিয়ায় বিপর্যয় নেমে আসবে। এটি বাংলাদেশ-মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় নয়। এটি অবশ্যই আন্তর্জাতিক ইস্যু। ১০০ জনে একজন রোহিঙ্গাকে জঙ্গি বানাতে পারলে বছরে ১৫ হাজার জঙ্গি হবে।

ঘাদানিক নেতা আরও বলেন, রোহিঙ্গাদের ক্ষোভ কাজে লাগিয়ে জামায়াত তাদের সশস্ত্র করে তুলবে। জামায়াত বোঝাতে চাইছে জিহাদ করে মিয়ানমার দখল করতে হবে। এজন্য তোমাকে প্রশিক্ষণ নিতে হবে। জামায়াতের জিহাদ মানে ইসলাম। আর ইসলাম মানে মৌলবাদ। এটিই তারা প্রমাণ করতে চাইছে।

 

 

 

পূর্ববর্তি সংবাদআসামে এনআরসি : ১২ লাখ হিন্দু নাগরিকত্ব হারাবে
পরবর্তি সংবাদগাজার ১৫ স্থানে ইসরাইলি সেনাবাহিনীর বিমান হামলা