টেকনাফে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে শত শত বাড়ি, বিপর্যস্ত জনজীবন

ইসলাম টাইমস ডেস্ক : প্রবল বৃষ্টির কারণে টেকনাফের অধিকাংশ এলাকা এখন পানির নিচে তলিয়ে গেছে। স্থানীয়দের মতে, বিগত  ত্রিশ বছরেও এত বৃষ্টি দেখা যায়নি। বৃষ্টির কারণে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি মিয়ানমার থেকে আগত রোহিঙ্গা মুসলিমদের বাড়িঘরও তলিয়ে গেছে। নারী ও শিশুদের কষ্ট হচ্ছে সবচেয়ে বেশী। ইতিমধ্যেই কয়েকটা শিশু মারা গেছে বলে খবর পাওয়া গেছে।

গতকাল বিশিষ্ট সমাজসেবক গাজি ইয়াকুবের একটি পোস্ট থেকে এ সব তথ্য জানা যায়।

গাজি ইয়াকুব তার পোস্টে লেখেন, সেখানকার প্লাস্টিক আর বেড়া দিয়ে বানানো ঘরগুলোতে কোমর সমান পানি। অধমের নিজ হাতে বানানো কয়েকশ ঘর এবং দুটি মসজিদ সম্পূর্ণরূপে পানিতে তলিয়ে গেছে।

এরমধ্যে পাহাড়ি ঢলে মারা গেছে কয়েকটা শিশু  এবং প্রবলস্রোতে বেশকয়েকজন ভেসেও গিয়েছে।

বাংলাদেশিরা আশেপাশে আশ্রয় পেলেও অসহায় রোহিঙ্গাদের রাস্তায় ছাড়া কোথায়ও আশ্রয় মিলছে না। নারী আর শিশুদের অবস্থা সবচেয়ে করুণ।

পূর্ববর্তি সংবাদআফ্রিকায় ক্যাথলিক খৃস্টানরা যেভাবে কাজ করছে
পরবর্তি সংবাদকাশ্মীর ইস্যু: পাকিস্তানের অবস্থানকে সমর্থন জানাল অর্ধশতাধিক রাষ্ট্র