কাশ্মীর ইস্যু: শুক্রবার সমাবেশের ডাক দিলেন ইমরান খান

ইসলাম টাইমস ডেস্ক: কাশ্মীরিদের জন্য আগামী শুক্রবার (১৩ সেপ্টেম্বর) মুজফ্ফরাবাদে বড় সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি নিজেই সমাবেশটি আয়োজন করবেন।

টুইটারে এক পোস্টে ইমরান খান বলেন, ‘এ সমাবেশের মধ্য দিয়ে বিশ্বকে বার্তা দেওয়া হবে যে ভারত অধিকৃত কাশ্মীরে যে অবরোধ চলছে, তাতে কাশ্মীরের পাশে সব সময় থাকবে পাকিস্তান।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী কাশ্মীরের জনগণের প্রতি সংহতি প্রকাশের জন্য ‘কাশ্মীর আওয়ার’ কর্মসূচি ঘোষণা করেন। এর প্রেক্ষিতে ৩০ আগস্ট থেকে এটি পালন করছেন পাকিস্তানের জনগণ। প্রতি শুক্রবার দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পালন করা হয় ‘কাশ্মীর আওয়ার’ কর্মসূচি।

উল্লেখ্য, ৫ আগস্ট ভারত অধিকৃত কাশ্মীরে অবরোধ ঘোষণার পর থেকেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এ ইস্যুতে ভারত-পাকিস্তান এখন বলতে গেলে মুখোমুখি। দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা যেমন বৃদ্ধি পেয়েছে, ঠিক তেমনি দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনেও দেশ দু’টি একে অপরকে কোণঠাসা করার চেষ্টা করছে।

পূর্ববর্তি সংবাদব্রাহ্মণদের বন্দনা গেয়ে তোপের মুখে ভারতের লোকসভার স্পিকার বিড়লা
পরবর্তি সংবাদআট মাসে সৌদি থেকে ফিরেছেন ৯ শতাধিক নির্যাতিত নারী কর্মী