আযানের সময় কথা বন্ধ রাখার তেমন কোনো নিয়ম নেই: জিএম কাদের

ইসলাম টাইমস ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেন,  আযানের সময় কথা বন্ধের তেমন কোনো নিয়ম নেই।

আজ বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্র সমাজের সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেয়ার সময় আযান শুরু হলে তিনি এ মন্তব্য করেন।

বক্তব্য প্রদানকালে আসরের আযান শুরু হলে সামনে থাকা কর্মীরা বক্তব্য দান থেকে বিরত থাকার আহ্বান জানান। তবে তিনি তাদের থামার আহ্বান জানিয়ে বলেন, তোমরা আজান শোনো, কোনো অসুবিধা নেই। কেউ একজন জবাব দাও। আজানের সময় কথা বন্ধের তেমন কোনো নিয়ম নেই। আমি আস্তে আস্তে বলছি। দরকার হয় বাইরের মাইকগুলো বন্ধ করে দাও।

পূর্ববর্তি সংবাদনেতানিয়াহুর জর্ডান উপত্যকা দখলের ঘোষণা নিয়ে ওআইসির জরুরি বৈঠক ডেকেছে সৌদি
পরবর্তি সংবাদ“অমিত শাহ-এর হুমকি-ধামকি দেখে মনে হচ্ছে, মতলব আছে”